আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার বিরুদ্ধে ৩৮টি দেশের অভিযোগ
ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বেড়েছে রুশ বাহিনীর হামলার তীব্রতা। ইউক্রেইনে পূর্ব, উত্তর ও দক্ষিণ- তিনদিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া। রাজধানী কিয়েভের কাছাকাছি পৌঁছে গেছে রুশ বাহিনী। ইউক্রেনে রুশ আগ্রাসনের সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
আইসিসির নিয়মানুযায়ী, প্রসিকিউটরকে তদন্ত শুরু করার আগে সদস্য রাষ্ট্রগুলো থেকে এ ধরণের রেফারেলের অর্থ হলো, প্রক্রিয়াটি দ্রুত করার আগে আইসিসির বিচারকদের অনুমোদন নিতে হবে না।
এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, ৩৮টি দেশ ভ্লাদিমির পুতিনের সরকারকে ইউক্রেনে মস্কোর হামলার সময় যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে রেফার করেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের জরুরি সভায় ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে পাঁচটি দেশ। রাশিয়া নিজে, সিরিয়া, হর্ন অব আফ্রিকার ইরিত্রিয়া আছে এই তালিকায়। উত্তর কোরিয়া এবং বেলারুশও এই প্রস্তাবের বিরোধিতা করেছে।