কোলনে সপ্তাহে পাঁচ মিনিট মসজিদের মাইকে আজানের অনুমতি
মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মানার শর্তে জার্মানির কোলন শহরে শুক্রবার জুমার আজান মসজিদের মাইকে দেওয়ার অনুমতি দিয়েছে শহরের কর্তৃপক্ষ।
আপাতত দুই বছরের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে, তবে পরবর্তীতে এটির সময়সীমা বাড়ানো যেতে পারে বলে জানানো হয়েছে। খবর ডয়চে ভেলের।
কোলন শহরের কর্তৃপক্ষ জানায়, শহরটির কেন্দ্রীয় মসজিদসহ ৩৫টি মসজিদে শুক্রবার দুপুর থেকে বিকেল তিনটার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট মাইকে আজান দেওয়া যাবে।
তবে মুয়াজ্জিন আজান দেওয়ার সময় শব্দের একটি নির্দিষ্ট মাত্রা অনুসরণ করতে হবে এবং শহরের বাসিন্দাদের তা জানাতে হবে বলেও শর্ত দেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে শহরের মেয়র হেনরিয়াটে রেকার টুইটারে লেখেন, আজান নিয়ে অনেক আলোচনা হচ্ছে৷ কোলন ধর্মীয় স্বাধীনতার শহর। এখানে গির্জার ঘণ্টার শব্দও শোনা যায়৷ আমার কাছে আজানের বিষয়টি সম্মান প্রদর্শনের বহিঃপ্রকাশ৷