টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস জিতলে আগে ব্যাটিং নিতেন তিনি। তবে এখন আগে বোলিং পাওয়ায় প্রথম ঘণ্টায় থাকা উইকেটের বাড়তি সুবিধা কাজে লাগাতে চান।
শ্রীলংকার লক্ষ্য পঞ্চম দিনে বাংলাদেশকে চেপে ধরা।
আজ রবিবার (১৫ মে) সকাল ১০টা থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট ম্যাচটি।
সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে মাঠে।
উত্তর কুইন্সল্যান্ডের টাউন্সভিলের কাছে শনিবার (১৪ মে) রাতে দুর্ঘটনায় পড়ে অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা সাইমন্ডসের গাড়ি। অবসরের পর ওই এলাকাতেই থাকতেন ৪৬ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, লাসিথ এম্বুলদেনিয়া।