পলাশবাড়ীতে বাস-অটো রিকশার মুখোমুখী সংঘর্ষে নিহত ৩
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-অটো রিকশার মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রূপ কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, সোহেল (৩৫), তাজু (২৫) ও সবুজ (৩২)।
তারা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা। তাজু রংপুরের পীরগঞ্জ উপজেলার চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে, সবুজ মিয়া একই গ্রামের দুলা মিয়ার ছেলে এবং সোহেল একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রূপ কুমার জানান, আজ সকাল ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার থেকে সবজিবোঝাই একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে পলাশবাড়ীর হাটের দিকে আসছিল। অটোরিকশাটি বিটিসি মোড়ে পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি বাস সেটিটিকে ধাক্কা দেয়। এতে অটোবিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করেছে হাইওয়ে পুলিশ বলে জানান তিনি।