বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় পুলিশের এসআই আহত
মাদক এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার অভিযান চলাকালে বাগেরহাটের কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২০ মার্চ) রাত ৮টার দিকে কচুয়া উপজেলার সম্মানকাঠি এলাকার গোড়াখাল এলাকায় হামলার শিকার হন তিনি। পরে কচুয়া থানা পুলিশের সহায়তায় রবিউল ইসলামকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানান, সম্মানকাঠি গ্রামের গোড়াখাল এলাকায় জুয়েলের সঙ্গে এসআই রবিউল ইসলামের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল দেশীয় ধারালো অস্ত্র এনে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘মাদক এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার অভিযান চলাকালে হত্যা মামলার আসামি জুয়েল এসআই রবিউল ইসলামকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে বাগেরহাট হাসপাতালে নিয়ে আসি।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ উল ইসলাম আকাশ বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত রবিউল ইসলামের ডান হাত ও বাঁপায়ে গুরুতর জখম হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।