মাইক্রোবাসের ধাক্কায় অটোবাইক চালকের মৃত্যু
দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের বিরলে মাইক্রোবাসের ধাক্কায় অটোবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান (৪৫) দিনাজপুর সদর উপজেলার চেড়াডাঙ্গী জগীবাড়ী গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র বলে জানা গেছে।
গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা জালিয়া পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিরল থানার এসআই জাহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, একজন যাত্রীসহ অটোবাইকটি দিনাজপুরের দিকে আসার সময় বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাস অটোবাইকটিকে ধাক্কা দেয়। এতে অটোবাইকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই অটোবাইক চালক আব্দুর রহমানের মৃত্যু হয়। ঘটনার সাথে সাথে মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও কারটি আটক করে থানায় এনেছে।