মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে মেন্ডিস
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরে খেলছে বাংলাদেশ। তবে ফিল্ডিংরত লঙ্কান কুশল মেন্ডিস হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড বুক ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি।
মেন্ডিসের কী হয়েছে, সেটি এখনো জানা যায়নি। তবে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
প্রথম দিনের খেলার লাঞ্চের ঠিক আগের ওভারে ঘটনাটি ঘটে। বুকে হাত দিয়ে তিনি মাটিতে শুয়ে পড়েন।