যেকোনো মুহূর্তে আক্রমণ করতে পারে রাশিয়া
রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেন আক্রমণ করতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
লন্ডনের সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের বরাতে একথা বলেছেন তিনি।
লিজ ট্রাস সোমবার এক টুইটে বলেছেন, সর্বশেষ তথ্য থেকে জানা যায় রাশিয়া যেকোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। আমরা ক্রেমলিনকে পরিস্থিতি শান্ত করার অনুরোধ করছি।
এদিকে যুক্তরাজ্যে নিযুক্ত কিয়েভের রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকো বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ এড়াতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় ঢোকার ইচ্ছা বাদ দিতে পারে ইউক্রেন। বিবিসি’কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন, রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও ইউক্রেন এখনও ন্যাটোতে যোগ দিতে চায়।
জেলেনস্কি বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে আমরা যে পথ বেছে নিয়েছি সেই পথে অগ্রসর হওয়া উচিত।