রোনালদো-রোমারিওর বিরল রেকর্ডের পাশে নেইমার
ক্লাব ফুটবলের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ভিন্ন ভিন্ন পেশাদার দলের জার্সিতে তৃতীয়বারের মতো গোলের সেঞ্চুরি পূর্ণ করেছেন ৩০ বর্ষী নেইমার। ফরাসি লিগে মেটজের বিপক্ষে এমবাপের হ্যাটট্রিকের রাতে এক গোল করে বিরল রেকর্ডটিতে নাম লিখিয়েছেন তিনি।
ব্রাজিলিয়ান নেইমারের নতুন রেকর্ডটি এতদিন ছিল কেবল তার স্বদেশি কিংবদন্তি রোমারিও এবং পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।
পরে তার পাশে নাম লেখান পর্তুগিজ রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও সবশেষ জুভেন্টাসের জার্সিতে গোলের সেঞ্চুরি হাঁকিয়েছেন সিআর সেভেন।
রিয়ালের হয়ে ৪৫০ বার জালে বল পাঠিয়েছেন ৩৭ বর্ষী রোনালদো। রেড ডেভিলদের জার্সিতে সংখ্যাটা ১১৮। জুভেন্টাসের জার্সি খুলে রাখার আগে গোলের সেঞ্চুরি করে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তবে জাতীয় দলের হয়ে ১০৩ গোল তাকে অনন্য উচ্চতায়ই নিয়ে গেছে। চার সেঞ্চুরির যে রেকর্ডে ভাগ নেই আর কারও।
ব্রাজিলের জার্সিতেও রেকর্ড গড়ার পথে নেইমার। স্বদেশি দ্য ফেনোমেনন রোনাল্ডোর করা ৯৮ ম্যাচে ৬২ গোল ছাড়িয়ে গেছেন আগেই। সামনে কিংবদন্তি পেলের করা ৯২ ম্যাচে ৭৭ গোলের রেকর্ড। পেলের থেকে এখনো ৬ গোল দূরে নেইমার, ১১৭ ম্যাচে সেলেসাওদের হয়ে তার গোল ৭১টি।