স্কুলের ছাত্রীদের নিয়ে কোডিং প্রতিযোগিতা ২৫ মার্চ
ষষ্ঠ থেকে এসএসসি পর্যায়ের স্কুলের ছাত্রীদের কম্পিউটার প্রোগ্রামিং দক্ষতা বাড়াতে ২৫ মার্চ অনলাইনে হবে ‘বিডি গার্লস কোডিং কনটেস্ট’। অনলাইনভিত্তিক এ কোডিং প্রতিযোগিতার নিবন্ধন করা যাবে ১৮ মার্চ পর্যন্ত। নিবন্ধন করা শিক্ষার্থীদের নিয়ে ২০ মার্চ অনলাইনে হবে বাছাইপর্ব। এ পর্বে বিজয়ী শিক্ষার্থীরাই কেবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ইকো-ইউএসের সহায়তায় ইকো-বিডি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) বিডি গার্লস কোডিং প্রকল্প এ প্রতিযোগিতার আয়োজন করেছে।
আয়োজকেরা জানিয়েছে, জাজ ‘কোড মার্শাল’ প্ল্যাটফর্ম ব্যবহার করে আয়োজিত অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় প্রোগ্রামিংয়ের প্রাথমিক পর্যায়ের বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে শিক্ষার্থীদের। বিজয়ী শিক্ষার্থীরা পাবে মোট ৬০ হাজার টাকা পুরস্কারসহ ৩ দিনের আবাসিক ক্যাম্পে প্রোগ্রামিং শেখার সুযোগ।